ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদন আরও সহজ করা হয়েছে। ভিসা আবেদনের জন্য এখন থেকে আর মূল পাসপোর্ট জমা দিতে হবে না। তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে মূল পাসপোর্ট জমা দিতে হবে প্রার্থীকে।
মঙ্গলবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশ।
প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ‘আজ (২৮ মে) থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন, শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে।’
এছাড়া প্রার্থীদের অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট পরিদর্শনের কথা বলা হয়েছে বলে জানিয়েছে ভিএফএস।
0 মন্তব্যসমূহ