Header Ads Widget

Responsive Advertisement

১০টি পদে সহকারী শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) নিচ্ছে Pally Bikash Kendra

পদের নামঃ সহকারী শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

প্রতিষ্ঠানঃ  Pally Bikash Kendra

Application Deadline: 20 May 2024



Vacancy: 10

Location: Cumilla, Dhaka, Gazipur, Kishoreganj, Narayanganj, Narsingdi

Minimum Salary: Tk. 28,000 (Monthly)

Experience: At least 2 years

Published: 2 May 2024


Education: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতকোত্তর পাশ হতে হবে।


Experience: At least 2 years

The applicants should have experience in the following business area(s): NGO


Additional Requirements:

  • জাতীয় পর্যায়ের কোন এন.জি.ও তে সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে কমপক্ষে ২ বছর কাজের এবং কমপক্ষে ১.৫ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রার্থীদের কম্পিউটার ও মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।


Responsibilities & Context:

  • এমআরএ সনদ নং:-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০
  • পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
  • প্রার্থীদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যায়ে।


Compensation & Other Benefits:

৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ২৮,০০০ টাকা। স্থায়ীকরণ এর পর বেতন হবে ৩০,০০০/- টাকা।


Employment Status: Full Time

Job Location: Cumilla, Dhaka, Gazipur, Kishoreganj, Narayanganj, Narsingdi


Apply Procedure

আগ্রহী প্রার্থীদেরকে স্ব স্ব পদে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিজ্ঞ কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী ২০.০৫.২০২৪ ইং তারিখ এর মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞ প্রার্থী সর্বশেষ ৬(ছয়) মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে কাজের সম্পৃত্ততা নেই তাদের আবেদন করার প্রয়োজন নাই। বি:দ্র:- ফেরতযোগ্য জামানত:- সহকারী শাখা ব্যবস্থাপক-২০,০০০/-(বিশ হাজার) টাকা। সাপ্তাহিক ছুটি ২দিন (শুক্র ও শনিবার)


আবেদন ও যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল- pbkhrd0007@gmail.com


Company Information: Pally Bikash Kendra

Address: Wasi Tower, 572/K (11th Floor), Mirpur DOHS Road, Matikata, Dhaka Cantonment, Dhaka-1206

Business: Pally Bikash Kendra is a national NGO of Bangladesh working with Pally Karma Sahayak Foundation (PKSF) and other various donor.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ