Header Ads Widget

Responsive Advertisement

১০০ পদে ফিল্ড অফিসার নিচ্ছে SOPIRET

প্রতিষ্ঠানঃ SOPIRET

পদের নামঃ ফিল্ড অফিসার

Application Deadline: 21 Jun 2024


Vacancy: 100

Age: 23 to 35 years

Location: চট্রগ্রাম বিভাগের জেলা সমুহ (চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।

Salary: Tk. 19500 - 25500 (Monthly)

Published: 22 May 2024


Education: HSC, Bachelor/Honors, Masters

  •        এইচ.এস.সি/সমমান
  •        ডিগ্রী/ স্নাতক/সমমান
  •        মাষ্টার্স/সমমান

Additional Requirements: Age 23 to 35 years

অভিজ্ঞতাঃ-

  •        ক্ষুদ্রঋণ প্রকল্পে প্রতিষ্ঠিত এনজিওতে মাঠকর্মি হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য ও বেতন আলোচনা সাপেক্ষে ।
  •        বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  •        কম্পিউটারের অফিস প্রোগ্রাম, এক্সেল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Responsibilities & Context

  •        শাখা ব্যবস্থাপকের নির্দেশ ও কর্ম-পরিকল্পনা অনুযায়ী মুভমেন্ট করে সমিতিতে গমন করা।
  •        মাঠে গমনের পূর্বে শাখা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে নিজ কার্যাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেয়া।
  •        শাখায় ফিরে শাখা ব্যবস্থাপক কর্তৃক কালেকশন শীট চেক করার পর হিসাবরক্ষকের নিকট কালেকশন শীট অনুযায়ী আদায়কৃত টাকা নির্ভুল টপশীট তৈরী করে বুঝিয়ে দিবেন।
  •        বিকেল বেলা মুভমেন্ট করে মাঠ পর্যয়ে বেরিয়ে পড়বেন। শাখা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক নতুন সমিতি গঠন,সদস্য বৃদ্ধি,ঋণ প্রকল্প যাচাই,বকেয়া রোধে কাজ করা,সদস্যদের খোঁজ খবর রাখা ও ইস্যুভিত্তিক সভা ইত্যাদি কাজ সম্পাদন করবেন।
  •        সদস্যগন নিজ নিজ জমাকৃত সঞ্চয়ের পরিমাণ জানে কিনা এবং ঋণের কিস্তি সংখ্যা জানে কিনা ও সংস্থার ঋণ কার্যক্রমের অন্যান্য নিয়ম কানুন জানে কিনা পর্যবেক্ষণ করা।
  •        ঋণ নিয়ে অন্য সদস্যকে ধার দেয়া এবং ভুয়া (False) ঋণ বিতরণের ঘটনা ঘটেছে কি না পর্যবেক্ষণ করা।
  •        বিশেষ কোন কারনে যদি কোন সদস্য ঋণের কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে তাহলে কিস্তি আদায় না হওয়া পর্যন্ত ঋণীর বাড়ীতে অবস্থান করা অথবা দলীয় চাপ এবং সালিশ বিচারের মাধ্যমে কিস্তি আদায়ের উদ্যোগ নেয়া। খেলাপী ঋণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে শাখা ব্যবস্থাপককে অবহিত করা।
  •        সংস্থার নীতিমালা সম্পর্কে ভালভাবে অবহিত হবেন।
  •        সমিতিতে বসার ব্যবস্থা করা এবং রেজুলেশন খাতায় সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা।
  •        সাপ্তাহিক সভায় আদায়কৃত টাকার পরিমাণ,ঋণ প্রস্তাব,সঞ্চয় ফেরত রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা।
  •        সমিতির জন্য সদস্য নির্বাচন ও সমিতি গঠণ।
  •        ঋণ প্রদানের পূর্বে সদস্যদের বিভিন্ন তথ্য সার্ভে করে ঋণ দেয়ার উপযোগিতা নিশ্চিত করতে হবে।
  •        সংগঠক হিসাবে আপনাকে ৪০০ জন সদস্য এবং ৩৫০ জন ঋণী দেখতে হবে।
  •        সংগঠক হিসাবে আপনাকে ৩০ সদস্য বিশিষ্ট ১৪/১৬টি সমিতি সপ্তাহে আদায় ও তদারকি করতে হবে।
  •        সংস্থার সকল ম্যানুয়াল,সার্কুলার,চিাঠপত্র ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ও বাস্তবায়ন করা।
  •        কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যেকোন সময় যেকোন দায়িত্ব পালন করা।
  •        এ ছাড়াও সোপিরেট আপনাকে যেকোন দুর্যোগকালীন সময়ে কাজে নিয়োজিত করতে পারবে।


Compensation & Other Benefits:

  • T/A, Mobile bill, Medical allowance, Performance bonus, Provident fund, Gratuity, Insurance
  • Lunch Facilities: Partially Subsidize
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 3


বেতন এবং সুযোগ সুবিধাদিঃ-

শিক্ষানবীশ কাল (৬) মাস। তবে, অগ্রগতি মূল্যায়ন সাপেক্ষে শিক্ষানবীশ কাল হ্রাস/বৃদ্ধি করা যেতে পেতে পারে।


বেতন: (লাঞ্চ ভাতা সহ)-এইচ.এস.সি/সমমান: শিক্ষানবীশ: ১৯,৫০০, স্থায়ী করন: ২৫,৫০০ ডিগ্রী/ স্নাতক/সমমান: শিক্ষানবীশ: ২০,৫০০, স্থায়ী করন: ২৫,৫০০ মাষ্টার্স/সমমান: শিক্ষানবীশ: ২১,৫০০, স্থায়ী করন: ২৫,৫০০।


অন্যান্য সুযোগ সুবিধাঃ

শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরনের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ও কর্মী কল্যাণ সুবিধা প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানী ও মোবাইল বিল প্রদান করা হবে। নিজের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা। উৎসাহ ভাতা, ডিসেম্বর ক্লোজিং-য়ে পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমান বোনাস ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। দুই সন্তান প্রর্যন্ত এক হাজার করে দুই হাজার টাকা শিক্ষা ভাতা পাবেন।


Workplace:Work at office


Employment Status: Full Time


Gender: Only Male


Job Location: Chandpur, Cumilla, Feni, Laksmipur, Noakhali


Read Before Apply

সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশোর, রেইজ, Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development Project , আরএমটিপি (ভ্যালু চেইন), সমন্বিত কৃষি এবং টেকসই দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ‍ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯) এবং পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) ও নতুন কর্মএলাকা সম্প্রসারনের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে জরুরী ভিত্তিতে ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।


কর্ম এলাকাঃ চট্রগ্রাম বিভাগের জেলা সমুহ (চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।


Apply Procedure: Hard Copy

আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ-


আগ্রহী প্রার্থীগণকে আগামী ২১ জুন- ২০২৪ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে । শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।


** যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।


** আপনার নির্বাচনের পরে বা চাকুরীর সময়কালের মধ্যে যদি কোনও ভুল তথ্য পাওয়া যায়, তাহলে আপনার বিরুদ্ধে সংস্থার নিয়ম এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সংস্থার ওয়েবসাইট- www.sopiretbangladesh.org.bd


Company Information

SOPIRET


Address:

Shamserabad Upazila: Sador District: Lakshmipur


Business: NGO

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ